বিনোদন বিভাগে ফিরে যান

প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব

March 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার বিনোদন দুনিয়ায় ফের ধাক্কা। প্রয়াত অভিনেতা পার্থসারথি দেব। আর্টিস্ট ফোরামের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়, ২২ মার্চ রাত ১১.৫০ মিনিটে মৃত্যু হয়। আর্টিস্ট ফোরামের তরফে শোকজ্ঞাপন করে জানানো হয়, ‘তাঁর অকাল প্রয়াণে ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে। আজ ২৩ মার্চ, ২০২৪ টেকনিশিয়ানস স্টুডিয়োতে ১২টার সময় অভিনেতার নশ্বর দেহ রাখা থাকবে। অভিনেতার প্রিয়জন, সতীর্থ, গুণগ্রাহীরা সেসময় স্টুডিয়োতে এসে শেষ শ্রদ্ধা ও মাল্যদান করতে পারেন।’ এই বিবৃতিতে সই করেছেন আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায়।

দীর্ঘদিন ধরে বেশকিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন পার্থ সারথি দেব। COPD-র সমস্যা ছিল তাঁর। ৯ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন পার্থসারথি। ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘লাঠি’, ‘প্রেম আমার’-সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থসারথি। ছোট পর্দার জন্য ‘সত্যজিতের গপ্পো’ সিরিজ়েও অভিনয় করেছিলেন তিনি। গত বছর ‘বগলা মামা যুগ যুগ জিও’ ও ‘রক্তবীজ’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#actor, #RIP, #Partha Sarathi Deb, #Tollygunge

আরো দেখুন