রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার জন্য ২৩ নয়, ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল BJP

March 24, 2024 | 2 min read

বাংলার জন্য ২৩ নয়, ১৯ জন প্রার্থীর নাম ঘোষণা করল BJP

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাসপেন্সের অবসান কিছুটা হলেও পুরোটা নয়। অবশেষে রবিবার রাতে বাংলার ১৯ টি আসনের প্রার্থীর নাম দিয়ে দ্বিতীয় দফার তালিকা ঘোষণা করল বিজেপি। রবিবার রাতে দিল্লিতে বিজেপির সদর দফতর থেকেই ঘোষণা করা হল বাংলার ১৯টি আসনের প্রার্থীদের নাম।

এদিনের তালিকায় প্রার্থী হিসাবে নাম রয়েছে সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দেওয়া তাপস রায় (Tapas Roy) এবং অর্জুন সিংহের (arjun singh)। আছেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নামও।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তাঁর পুরনো কেন্দ্র মেদিনীপুরের বদলে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে। মেদিনীপুরে বিজেপির প্রার্থী আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালকে।

বসিরহাটের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে সন্দেশখালিরই (Sandeshkhali) এক গৃহবধূ, রেখা পাত্রকে। সন্দেশখালির ঘটনায় তিনিই এফআইআর দায়ের করেছিলেন শিবু হাজরাদের বিরুদ্ধে।

রবিবার বাংলার জন্য প্রকাশ করা বিজেপির সম্পূর্ণ তালিকা দেখে নিন—

তমলুক – অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বর্ধমান দূর্গাপুর – দিলীপ ঘোষ

উত্তর কলকাতা – তাপস রায়

মেদিনীপুর – অগ্নিমিত্রা পাল

দক্ষিণ কলকাতা—দেবশ্রী চৌধুরী

দমদম – শীলভদ্র দত্ত

ব্যারাকপুর – অর্জুন সিংহ

বর্ধমান পূর্ব – অসীম সরকার

রায়গঞ্জ – কার্তিক পাল

শ্রীরামপুর – কবীর শঙ্কর বোস

আরামবাগ – অরূপকান্তি দিগার

বসিরহাট – রেখা পাত্র

বারাসত – স্বপন মজুমদার

কৃষ্ণনগর – অমৃতা রায়

জলপাইগুড়ি – জয়ন্ত রায়

দার্জিলিং – রাজু বিস্তা

জঙ্গিপুর – ধনঞ্জয় ঘোষ

মথুরাপুর – অশোক পুরকাইত

উলুবড়িয়া – অরুণ উদয় পাল চৌধুরী


প্রসঙ্গত বাংলার জন্য এর আগে ২০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। কিন্তু আসানসোলের প্রাথী পবন সিং প্রতিবাদের মুখ পরে নাম প্রত্যাহার করা সিদ্ধান্ত নেন, তবে ১৮০ ডিগ্রি ঘুরে বলেন যে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনি কী সেই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবেন, এ বিষয়ে ধন্ধ আছে।

এছাড়া, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম এবং বীরভূমের বিজেপি প্রার্থীদের নাম নেই এবারের তালিকায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #Lok Sabha Election, #Loksabha Election 2024

আরো দেখুন