দেশ বিভাগে ফিরে যান

উঠে যাচ্ছে ওয়েটিং লিস্ট? নয়া কী কী ব্যবস্থা আনছে রেল?

March 24, 2024 | < 1 min read

উঠে যাচ্ছে ওয়েটিং লিস্ট? নয়া কী কী ব্যবস্থা আনছে রেল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টিকিট কাটার পর অধীর আগ্রহে অপেক্ষা করতে হয় আম জনতাকে, টিকিট কনফার্ম হল কি না? ওয়েটিং লিস্টে কী দেখাচ্ছে? বিরক্তি ও সমস্যার শেষ থাকে না। এবার ওয়েটিং লিস্ট সিস্টেম তুলে দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেল। এমনই খবর শোনা যাচ্ছে, এমনটা হলে সুবিধা হবে রেলযাত্রীদের।

সূত্রের খবর, আগামী পাঁচ বছরে রেল একের পর এক বদল আনবে। ওয়েটিং লিস্ট (waiting lists) সিস্টেম বন্ধ করার হলে ভারতীয় রেল প্রতিদিন ৩০০০ ট্রেন চালাতে পারে। বাজেটে সেই মতো বরাদ্দ করা হয়েছে এক লক্ষ কোটি টাকা। ৭ থেকে ৮ হাজার পুরনো ট্রেন (Train) বদলে ফেলা হবে। বহু ট্রেনের পুরনো কামরা বদলে ফেলা হবে বলেও জানা যাচ্ছে। ট্রেনের গতি কমপক্ষে ৫০ কিমি প্রতি ঘণ্টায় বাড়ানোর ব্যবস্থা করছে রেল। ঘণ্টায় ২৫০ কিমি বেগে ছুটতে পারে এমন ১০০০টি ট্রেন চালানো হবে বলেও জানা যাচ্ছে।

টিকিট কাটার সিস্টেমও বদলে যাবে। বুলেট ট্রেনের জন্য বরাদ্দ বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ১৯ হাজার ৫৯২ কোটি থেকে বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অমৃত ভারত স্কিমের আওতায় ১৩০৯টি স্টেশন নতুন করে সাজানোর পরিকল্পনা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Indian Railways, #waiting list

আরো দেখুন