রাজ্য বিভাগে ফিরে যান

বেকারত্ব-অর্থনৈতিক সঙ্কট-জলবায়ু পরিবর্তন ইস্যু নতুন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ

March 24, 2024 | < 1 min read

বেকারত্ব-অর্থনৈতিক সঙ্কট-জলবায়ু পরিবর্তন ইস্যু নতুন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সম্প্রতি কলকাতা ও আসানসোলে প্রথম ভোটারদের নিয়ে একটি বেসরকারি সংস্থা সমীক্ষা করে। তাতে যুবসমাজের প্রতিনিধিরা জানান, অতীতের সাধারণ জীবন-যাপনই অনেক ভালো ছিল। তাঁরা আবার সেই দিনগুলিতে ফিরে যেতে চান।

রাজ্যের ১৬০০ জন যুবকের উপর এই সমীক্ষা চালানো হয়। তার মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও বাকিরা মহিলা। ভোটদানের ক্ষেত্রে তাঁরা মূলত তিনটি বিষয়ের উপর জোর দিতে চান—বেকারত্ব, অর্থনৈতিক সঙ্কট (Unemployment, economic crisis) ও জলবায়ু পরিবর্তন।

সমীক্ষক সংস্থার সদস্য জয়ন্তী রায় মুখোপাধ্যায় বলেন, ‘বেকারত্ব মোকাবিলা, আর্থিক সঙ্কটের সঙ্গে উত্তরদাতারা জলবায়ু পরিবর্তনের বিষয়টিও ভোটদানের ক্ষেত্রে জোর দেবেন বলে জানিয়েছেন। নতুন ভোটাররা আশা রাখছেন, রাজনৈতিক দলগুলো যেন তাদের ইস্তাহারে জলবায়ু পরিবর্তনের বিষয়গুলিও রাখে।’ সমীক্ষায় প্রকাশ, ৮৭ শতাংশ নতুন ভোটার বেকারত্ব, ৮৬ শতাংশ অর্থনৈতিক সঙ্কট ও ৭৯ শতাংশ জলবায়ু সঙ্কটকে ভোট দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করতে চান। ওইসঙ্গে ৭৬ শতাংশ নতুন ভোটার গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্যের মতো বিষয়টিকে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Climate Change, #unemployment, #economic crisis, #Loksabha Election 2024

আরো দেখুন