রাজ্য বিভাগে ফিরে যান

দৃষ্টিভঙ্গির খবরে সিলমোহর, শ্রীরামপুরে ভোট ময়দানে মুখোমুখি প্রাক্তন শ্বশুর-জামাই

March 25, 2024 | < 1 min read

শ্রীরামপুরে ভোট ময়দানে মুখোমুখি প্রাক্তন শ্বশুর-জামাই

দৃষ্টিভঙ্গির খবরে সিলমোহর, লোকসভা ভোটে শ্রীরামপুরে সাক্ষী থাকতে চলেছে প্রাক্তন শ্বশুর-জামাইয়ের দ্বৈরথের। চলতি বছরের জানুয়ারিতে দৃষ্টিভঙ্গি প্রথম জানিয়েছিল শ্রীরামপুর লোকসভা আসনে (Lok Sabha Election 2024) তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) প্রাক্তন জামাইকে প্রার্থী করতে পারে বিজেপি। রবিবার বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। তাতে দেখা যাচ্ছে, শ্রীরামপুর কেন্দ্রে কল্যাণের প্রাক্তন জামাই কবীরশঙ্কর বসুকে (Kabir Shankar Bose) টিকিট দিয়েছে বিজেপি।

উল্লেখ্য, বছর পাঁচ-ছয় হল শ্রীরামপুরের (serampore) রাজনীতিতে কবীরশঙ্কর বসুর উদয় হয়েছে। ২০২০ নাগাদ প্রাক্তন শ্বশুর ও জামাই রাজনৈতিক কোন্দলেও জড়িয়েছিলেন। বিজেপি নেতা প্রাক্তন জামাইয়ের আবাসনের সামনেও অবস্থান বিক্ষোভ করেছিলেন সাংসদ তথা প্রাক্তন শ্বশুর। ২০১৫ সালে কল্যাণের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানির মামলা ঠুকেছিলেন কবীরশঙ্কর। একুশের বিধানসভা নির্বাচনে শ্রীরামপুরে বিজেপির প্রার্থী ছিলেন কবীরশঙ্কর। প্রায় হাজার ত্রিশেক ভোটে হেরেওছিলেন। লোকসভা নির্বাচনের ময়দানে প্রাক্তন শ্বশুর-জামাইয়ের লড়াইয়ে কে জয়ী হয় তাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Kalyan Banerjee, #Serampore, #Loksabha Election 2024, #Kabir Shankar Bose, #bjp

আরো দেখুন