বিবিধ বিভাগে ফিরে যান

 রঙের উৎসবে শান্তিনিকেতন ছাড়াও জমজামাট বাংলার এই পাঁচ জায়গা  

March 25, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোল মানেই রঙের উৎসব। রঙের উৎসবে মেতে ওঠে লাল মাটির দেশ শান্তিনিকেতন। তবে শান্তিনিকেতনে বসন্ত উৎসব এবার হচ্ছে না। তাতে কি দোল মানে তো আর শান্তিনিকেতন নয়! গোটা বাংলায় জাঁকজমকের সঙ্গে রঙের উৎসব পালিত হয়। শান্তিনিকেতন ছাড়াও বাংলার এমন অনেক জায়গা রয়েছে, যেখানকার দোলের জগৎজোড়া খ্যাতি রয়েছে।

রঙে-আনন্দে বসন্ত যাপনের পাঁচ জায়গার সন্ধান করল দৃষ্টিভঙ্গি:

নবদ্বীপ:

শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতি-বিজড়িত নবদ্বীপধামে সারাবছরই ভক্ত-পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। তবে দোলে এ শহর নানান রঙে সেজে ওঠে। ভিড় জমান কাছে বহু পর্যটক। পুজোও চলে। এবারের দোলে নবদ্বীপও আপনার ডেস্টিনেশন হতে পারে।

মায়াপুর:

নবদ্বীপের ঠিক উল্টো দিকে গঙ্গার ওপারেই মায়াপুর। ইসকন মন্দির মায়াপুরের শ্রেষ্ঠ আকর্ষণ। আরও অজস্র মন্দির ছড়িয়ে রয়েছে মায়াপুরে। মায়াপুরের দোলও খুবই বিখ্যাত। নবদ্বীপ গেলে, এক যাত্রায় মায়াপুর ভ্রমণও সেরে ফেলতে পারেন।

মহিষাদল রাজবাড়ি:

পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির বসন্ত উৎসব খুব জনপ্রিয়। রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। ভিড়ও হয়। এবার শান্তিনিকেতনে বসন্ত উৎসব যেহেতু হচ্ছে না, তাই উদ্যোগক্তারা মনে করছেন মহিষাদলের ভিড় এবার আরও বাড়তে পারে।

বিষ্ণুপুর:

বাঁকুড়ার বিষ্ণুপুর মল্লারাজাদের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জনপদ। যা মন্দিরনগরী নামেও পরিচিত। এখানকার মন্দিরগুলি পর্যটনের প্রধান আকর্ষণ। মদনমোহনের দোল উৎসবে আপনিও সামিল হতে পারেন।

নিমদিহি:

বসন্তের পুরুলিয়া হল স্বর্গরাজ্য। শিমুল-পলাশে মোড়া নিমদিহি দোলের সময় অন্যতম পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হয়ে ওঠে। ছৌ-নাচ, ঝুমুর গান উপভোগ করতে প্ল্যান বানিয়ে ফেলুন পুরুলিয়া যাওয়ার।

TwitterFacebookWhatsAppEmailShare

#দোল ২০২৩, #West Bengal, #Dol Utsav

আরো দেখুন