BJP-র অন্দরে বাঙালি-অবাঙালি ভেদাভেদ? দিলীপের কেন্দ্র বদল হতেই শুরু তর্জা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিলীপ ঘোষ মুখে কুলুপ এঁটেছেন আসন বদল নিয়ে কিন্তু তাঁর দলের অন্দরে জমছে ক্ষোভের পারদ। দিলীপের আসন বদল হতেই বিজেপির অন্দরে প্রশ্ন উঠেছে, বিজেপির (BJP) মধ্যে কি বাঙালি, অইচবাঙালি ভেদাভেদ জাঁকিয়ে বসেছে?
মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপকে প্রার্থী করা হয়েছে বর্ধমান-দুর্গাপুর (Bardhaman Durgapur) আসনে। বঙ্গ বিজেপির সফলতম সভাপতির আসন বদলের নেপথ্যে নাকি শুভেন্দু অধিকারী রয়েছেন, এমনই দলের অন্দরে কানপাতলে শোনা যাচ্ছে। উল্লেখ্য, রাজনৈতিক মহলের মতে; আলুওয়ালিয়ার জেতা আসন ধরে রাখা বিজেপির পক্ষে কার্যত অসম্ভব। এমন এক আসনে দলের প্রবীণ নেতাদের কেন ঠেলে দেওয়া হল? প্রশ্ন উঠছে। এই আবহে বিজেপি নেতা দীপ্তমান সেনগুপ্ত ফেসবুকে লেখেন, “এক অবাঙালির ছেড়ে দেওয়া উচ্ছিষ্ট আসনে অবশেষে পশ্চিমবঙ্গের বিজেপির লড়াকু নেতা দিলীপ ঘোষের ঠাই হোলো…👏👏👏।” তাঁর কথায় স্পষ্ট দলের অন্দরে বাঙালি-অবাঙালি ভেদাভেদ করা হচ্ছে।