উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গের সব আসনে জোড়াফুলের হয়ে প্রচার চালাবেন বংশীবদন! কোন দিকে রাজবংশীরা?

March 26, 2024 | < 1 min read

উত্তরবঙ্গের সব আসনে জোড়াফুলের হয়ে প্রচার চালাবেন বংশীবদন, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: উত্তরবঙ্গের সমীকরণ কি বদলের দিকে? দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতা বংশীবদন বর্মন জানিয়েছেন, আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের প্রতিটি কেন্দ্রে নিজে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে ভোট প্রচার করবেন। তাঁর দাবি, নিজেদের সংগঠনের মঞ্চে এককভাবে তৃণমূল প্রার্থীদের এনেও প্রচার চালানো হবে। রাজনৈতিক মহলের মতে, বংশীবদন জেলায় জেলায় গিয়ে ভোট প্রচার করলে উত্তরবঙ্গে রাজবংশী ভোট তৃণমূলের দিকে আসবে।

বংশীবদন বর্মনের (Bangshi Badan Barman) দাবি, বাংলার তৃণমূল সরকার তাঁদের উন্নয়নে কাজ করেছে বলে তাঁরা তৃণমূলের হয়ে প্রচার চালাবেন। বংশীবদন বর্মন জানান, উত্তরবঙ্গের সব জায়গায় সুষ্ঠুভাবেই ভোট প্রচার চলছে। সব জেলাতেই তিনি কর্মীদের নির্দেশ দিয়েছেন, তৃণমূল (TMC) প্রার্থীদের হয়ে প্রচার করতে। সাংগঠনিক জনসভাগুলিতে প্রার্থীদের ডাকতে বলেছেন। তিনি নিজেও উত্তরবঙ্গের আট আসনেই তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে যাবেন বলেও জানান। আরও জানান, এপ্রিলের শুরু থেকেই প্রচারে নামবেন তিনি।

কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, দুই দিনাজপুর এবং মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে ভাল সংখ্যায় রাজবংশী ভোটার রয়েছে। কয়েকটি আসনে রাজবংশী ভোট রীতিমতো ফ্যাক্টর। ফলে উত্তরের আসনগুলোতে রাজবংশী ভোট যে রাজনৈতিক দলের দিকে থাকে, তাদের জয়ের সম্ভবনা অনেকটাই বেড়ে যায়। নির্বাচনের সময় জিসিপিএ নেতা বংশীবদন বর্মন তৃণমূলের হয়ে উত্তরের সবক’টি জেলায় প্রচারে গেলে, ভোটবাক্সে প্রভাব পড়তে পারে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangshi Badan Barman, #Loksabha Election 2024, #North Bengal, #tmc

আরো দেখুন