রাজ্য বিভাগে ফিরে যান

উলোটপুরাণ! কম্পিউটারের বিরোধিতা করা CPI(M)-র প্রচারে এবার AI সঞ্চালিকা

March 26, 2024 | < 1 min read

CPI(M)-র প্রচারে এবার AI সঞ্চালিকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দোলের সন্ধ্যায় বাংলাকে চমকে দিয়েছে সিপিএম, এবার তাঁদের হয়ে প্রচার করবে AI সঞ্চালিকা ‘সমতা’। একদা কম্পিউটারের বিরোধিতা করা সিপিএম (CPM) এবার কৃত্রিম বুদ্ধিমত্তাকে দোসর করল। ‘সমতা’ হল সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের নতুন মুখ। সে এআই প্রযুক্তিতে তৈরি সঞ্চালিকা। দোলের দিন সন্ধ্যায় সিপিএমের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম প্রকাশ করা হয় ‘সমতা’কে। ২৭ সেকেন্ডের ভিডিও আপলোড করা হয়। তাতেই তাক লাগিয়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা।

২৭ সেকেন্ডের ভিডিওতে সমতা রাজ্যবাসীকে দোলের শুভেচ্ছা জানায়। পাশাপাশি, রাজনীতি নিয়েও কথা বলল ‘সমতা’। এআই সঞ্চালিকা বলল, ‘এ বছরের রঙের উৎসবে আমাদের উপহার লাল আবিরের জেএনইউ।’ এই এআই অ্যাঙ্করকে এবার থেকে বঙ্গ সিপিএমের ফেসবুক হ্যান্ডেলে ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে। মনে করা হচ্ছে, ভোটের মুখে সমাজ মাধ্যমে প্রচারের ঝাঁজ বাড়াতেই এআই নির্ভর অ্যাঙ্করকে আসরে নামানো হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#AI, #Loksabha Election 2024, #CPI(M), #West Bengal, #artificial intelligence

আরো দেখুন