প্রথম দফার নির্বাচনে তৃণমূলের ‘স্টার ক্যাম্পেইনার’ কারা?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: রাজ্যে এবারও সাত দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হবে। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১৯ এপ্রিল। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হবে। প্রথম দফা নির্বাচনে দলের হয়ে কোন কোন শীর্ষ নেতা, তারকা প্রচার করবেন তার তালিকা প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
৪০ জনের যে তালিকাটি প্রকাশ করা হয়েছে স্বাভাবিকভাবেই তার প্রথমে নাম রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর পরে যে নামগুলি রয়েছে সেগুলি হল, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক, মানস রঞ্জন ভুঁইয়া, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শতাব্দী রায়, দীপক অধিকারী, মমতাবালা ঠাকুর, মনোজ তিওয়ারি, পার্থ ভৌমিক, শশী পাঁজা, স্নেহাশিস চক্রবর্তী, বিরবাহা হাঁসদা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অম্বরিশ সরকার, প্রতিমা মণ্ডল, কুণাল ঘোষ, সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, ইউসুফ পাঠান, বিবেক গুপ্তা, সোহম চক্রবর্তী, শান্তনু সেন, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সি, মোশারাফ হোসেন, জয়প্রকাশ মজুমদার, দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা সায়ন্তিকা ব্যানার্জি, রচনা ব্যানার্জি ও সৌরভ দাস।