পদ্ম ফোটানোর মতো প্রার্থী চাই, বঙ্গ BJP-কে শাহী ফরমান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখনও বাংলার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি বিজেপি। শোনা যাচ্ছে, মিলছে না ভরসাযোগ্য মুখ। সূত্রের খবর, বঙ্গ বিজেপিকে শাহ-নাড্ডারা বলেছেন, ‘জিততে পারবেন, এমন প্রার্থীর নামই দিন।’ জিততে পারেন এমন প্রার্থীই পাচ্ছে না বিজেপি? প্রার্থী তালিকা নিয়ে সেই কারণেই বারবার হোঁচট খাচ্ছে বিজেপি?
ঝাড়গ্রামের মতো জেতা আসনে প্রার্থী বাছাইতে এমন গড়িমসি কেন করছে বঙ্গ বিজেপি? উঠছে প্রশ্ন।
এ প্রশ্নের কার্যত উত্তর নেই বঙ্গ বিজেপির কাছে। অন্যদিকে, বাংলার দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে ফেলেছে বিজেপি (BJP)।
রবিবার বাংলার দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়নি। ডায়মন্ডহারবার, বীরভূম এবং ঝাড়গ্রামের প্রার্থীদের নাম ঘোষণা হয়নি। পবন সিং নিজে সরে দাঁড়ালেও, বিজেপি কিছু জানায়নি। ফলে আসানসোলের প্রার্থী নিয়ে বিভ্রান্তি আছে। ডায়মন্ডহারবারে সোনালী গুহর পাশাপাশিই এবার কৌস্তভ বাগচী, শঙ্কুদেব পন্ডা এবং রাজর্ষি লাহিড়ির নাম নিয়ে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাতেও বাংলার বাকি থাকা চার লোকসভা কেন্দ্রের নাম নেই।