রাজ্য বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জের, দিলীপকে শোকজ নোটিশ BJP নেতৃত্বর

March 27, 2024 | < 1 min read

মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের জের, দিলীপকে শোকজ নোটিশ BJP নেতৃত্বর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কুরুচিকরপূর্ণ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ (dilip ghosh)। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল।
এহেন ঘটনার নিন্দা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শোকজ নোটিশ দিয়েছে দিলীপকে। দ্রুত এমন আচরণের ব্যাখ্যাও চেয়েছে বিজেপি।

বিজেপির মহাসচিব অরুণ সিংয়ের (Arun Singh) দেওয়া শোকজ নোটিশে মুখ্যমন্ত্রীর প্রতি দিলীপের মন্তব্যের নিন্দা করে বলা হয়েছে, ‘মাননীয় দিলীপ ঘোষ, আপনার আজকের বক্তব্য অশোভনীয় এবং অসংসদীয়। ভারতীয় জনতা পার্টির নীতির পরিপন্থীও। দল এই বক্তব্যের নিন্দা করছে। সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডার নির্দেশানুসারে আপনি যত দ্রুত সম্ভব আপনার আচরণের ব্যাখ্যা দিন।’

মঙ্গলবার সকালে দুর্গাপুরে প্রাতভ্রমণে বেরিয়ে দিলীপ মমতাকে ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ উঠছে। দিলীপের মন্তব্যের নিন্দায় সরব হয়েছে তৃণমূল। দিলীপের মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলাশাসকের কাছ থেকে ওই বিষয়ে রিপোর্ট তলব করেছে বলেও জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #bjp, #dilip ghosh, #Loksabha Election 2024, #West Bengal

আরো দেখুন