মোদী থেকে বেসুরো রুদ্রনীল, কারা কারা ঠাঁই পেলেন BJP তারকা প্রচারক তালিকায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলায় তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল বিজেপি। পদ্ম পার্টির হয়েছে বাংলায় প্রচার করবেন চল্লিশ জন প্রচারক। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা (JP Nadda), উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অমিত মালব্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), মিঠুন চক্রবর্তী, দিলীপ ঘোষ (Dilip Ghosh), শমীক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, গতকালই তৃণমূল কংগ্রেস ৪০ জনের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে। তার কিছুক্ষণের মধ্যেই বিজেপিও তারকা প্রচারকদের নাম ঘোষণা করে। বিজেপি স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রচারে আনছে, আসছেন অন্যান্য রাজ্যের গেরুয়া মুখ্যমন্ত্রীরা। তালিকায় নাম রয়েছে ‘অভিমানী’ রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)।
লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে কদিন ধরেই রুদ্রনীল ঘোষ বেসুরো। প্রকাশ্যে সংবাদ মাধ্যমে ক্ষোভের কথাও জানান বিজেপির তারকা নেতা। ক্ষোভের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যে বিজেপির (BJP) তারকা প্রচারকদের তালিকায় দেখা গেল তাঁর নাম।