রাজ্য বিভাগে ফিরে যান

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিলীপের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল

March 27, 2024 | < 1 min read

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দিলীপের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কুরুচিকরপূর্ণ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। দিলীপের মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলাশাসকের কাছ থেকে ওই বিষয়ে রিপোর্ট তলব করেছে বলেও জানা যাচ্ছে। অন্যদিকে, আজ বেলা এগারোটায় তৃণমূলের (TMC) দশজন সদস্যের প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছে।

জানা গিয়েছে, প্রতিনিধি দলে তৃণমূলের সাত মহিলা নেত্রী থাকবেন। তাঁরা হলেন, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, প্রতিমা মন্ডল, বসুন্ধরা গোস্বামী, সুস্মিতা চ্যাটার্জী, সুদর্শনা মুখার্জী। সঙ্গে থাকবেন নাদিমুল হক, কুনাল ঘোষ, ব্রাত্য বসু। উল্লেখ্য, দিলীপের কুরুচিকর মন্তব্য বিরুদ্ধে তাঁরা প্রতিবাদে সরব হবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #dilip ghosh, #Tmc delegation, #Mamata Banerjee, #Election Commision of India

আরো দেখুন