Weather Update: আজও বর্জ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বর্জ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা | ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা | সন্ধের পরেই বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা | বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে আগামী তিন দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে |
তাপমাত্রা তবে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। গত বেশ কয়েকদিন তাপমাত্রা বেশ খানিকটা বাড়লেও আগামী দিনে তাপমাত্রা কমবে বৃষ্টির কারণে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস, আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৭ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।