← দেশ বিভাগে ফিরে যান
দেশের জিডিপি বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বাংলারও
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৩-২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ। অথচ করোনার আগে সেই হার ছিল ৫.৭ শতাংশ। ৫.৭ শতাংশ থেকে ৮.১ শতাংশ জিডিপি (GDP) বৃদ্ধির অর্থ, তা বেড়েছে ২৪০ বেসিস পয়েন্ট।
অঙ্ক কষে এসবিআই জানাচ্ছে, এই হিসেবের মধ্যে মহারাষ্ট্র দখল করে আছে ৫৬ বেসিস পয়েন্ট। তারপরই স্থান পেয়েছে উত্তরপ্রদেশ। যোগীরাজ্যে সেই হার ৪০ বেসিস পয়েন্ট। ১৯ বেসিস পয়েন্ট বৃদ্ধির হারে তৃতীয় স্থানে আছে যুগ্মভাবে তামিলনাড়ু ও রাজস্থান। তাদের হার ১৯ বেসিস পয়েন্ট। এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। তাদের হার ১৭ বেসিস পয়েন্ট। বাংলার সঙ্গে অবশ্য একই স্থানে রয়েছে কেরল। এরপর অবস্থান যথাক্রমে কর্ণাটক, দিল্লি এবং ওড়িশার।