রাজ্য বিভাগে ফিরে যান

গরমেও থমকে নেই ভোট প্রচার! হুগলি, শ্রীরামপুরে জোরদার জনসংযোগ প্রার্থীদের

March 28, 2024 | < 1 min read

গরমেও থমকে নেই ভোট প্রচার! হুগলি, শ্রীরামপুরে জোরদার জনসংযোগ প্রার্থীদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মার্চের শেষ বেড়েছে গরম, একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভোট প্রচারের জোর। গঙ্গাপাড়ের দুই কেন্দ্র হুগলি ও শ্রীরামপুরে ছুটিয়ে চলল প্রচার। বুধবার দিনভর হুগলি লোকসভার একাধিক এলাকায় প্রচার করেন লকেট চট্টোপাধ্যায়। হুগলি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন প্রচার করেননি। যদিও তৃণমূল নেতৃত্ব চুঁচুড়া থেকে ধনেখালি সর্বত্র প্রার্থী ছাড়াই প্রচার করেছে। পাড়ায় পাড়ায় বৈঠক থেকে কর্মীসভা তৃণমূলের জমজমাট প্রচার চলেছে। গোটা দিনজুড়েই হুগলি লোকসভার বামপ্রার্থী মনোদীপ ঘোষ চুটিয়ে প্রচার করেছেন। চুঁচুড়া পুরসভার নানা এলাকায় জনসংযোগ কর্মসূচি ছিল বাম প্রার্থীর।

শ্রীরামপুর লোকসভার তরুণ বামপ্রার্থী দীপ্সিতা ধর, ডানকুনিতে প্রচার করেন বুধবার। বাম কর্মীদের সমাবেশ ছিল চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী কবীরশঙ্কর বসুও নেমেছিলেন প্রচারে। দলীয় বৈঠক ও শ্রীরামপুরে প্রচার ছিল তাঁর। শ্রীরামপুরের তিনবারের সাংসদ তথা এবারের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরামবাগে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন। শ্রীরামপুরে তৃণমূলের প্রচার কর্মসূচি থেমে ছিল না। দলীয় বৈঠক, পাড়া বৈঠক, মিছিল-সহ নানাভাবে এদিনে শ্রীরামপুর লোকসভাজুড়ে প্রচার করেছে তৃণমূল।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Cpim, #hooghly, #srirampore, #Loksabha Election 2024, #bjp

আরো দেখুন