রাজ্য বিভাগে ফিরে যান

একশো দিনের কাজের মজুরি বৃদ্ধিতেও বঞ্চনা! বাংলায় মোটে ৫%, সরব তৃণমূল

March 29, 2024 | < 1 min read

একশো দিনের কাজের মজুরি বৃদ্ধিতেও বঞ্চনা! বাংলায় মোটে ৫%, সরব তৃণমূল

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটের মুখে বাড়ানো হয়েছে একশো দিনের কাজের মজুরি। সেই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। বলা হয়েছে, বর্ধিত হারে শ্রমিকদের মজুরি ১ এপ্রিল থেকে লাগু হবে অর্থাৎ ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে প্রযোজ্য হবে। অন্যান্য রাজ্যে মজুরি বৃদ্ধির হার বেশ হলেও বাংলার ক্ষেত্রে কেবল পাঁচ শতাংশ।

নয়া তালিকা অনুযায়ী, ১০০ দিনের কাজে (100 Days Work) দেশের মধ্যে হরিয়ানাতে সর্বোচ্চ মজুরি দেওয়া হবে। দৈনিক ৩৭৪ টাকা মিলবে। বাংলায় দৈনিক মজুরি করা হচ্ছে ২৫০ টাকা। এখানেই তৃণমূলের প্রশ্ন, বিহার, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো রাজ্যে যেখানে প্রায় দশ শতাংশ হারে মজুরি বাড়ানো হচ্ছে। সেখানে বাংলায় কেন পাঁচ শতাংশ মজুরি বাড়ানো হল?

উল্লেখ্য, বিহারে বৃদ্ধির হার ৭.৪ শতাংশ, অন্ধ্রপ্রদেশে ১০.৯ শতাংশ, গুজরাটে ৯. ৩ শতাংশ, মধ্য প্রদেশে ৯.৯ শতাংশ, ছত্তিশগড়ে ৯.৯ শতাংশ-এই পরিসংখ্যানগুলিও তুলে ধরেন তিনি।

মজুরি বৃদ্ধির বিজ্ঞপ্তি নিয়ে সমাজ মাধ্যমে সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। তিনি লিখেছেন, মনরেগা প্রকল্পে সংশোধিত পারিশ্রমিক ঘোষণা করা হয়েছে। বাংলার ক্ষেত্রে পারিশ্রমিক মাত্র ৫ শতাংশ বাড়ানো হয়েছে। এটা লজ্জাজনক। একশো দিনের কাজ বাবদ বাংলার পাওনা সাত হাজার কোটি টাকা নিয়েও আক্রমণ শানান সাকেত। সরব হয়েছেন আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #100 days Work, #West Bengal

আরো দেখুন