নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা নির্বাচনের সঙ্গেই রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। সেই বরানগর ও ভগবানগোলা কেন্দ্রের জন্য শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস।
AITC under the guidance and inspiration of Hon’ble Chairperson Smt. @MamataOfficial, we are pleased to announce the candidates for the impending West Bengal Legislative By-Elections 2024. pic.twitter.com/4NLl3kT91q
— All India Trinamool Congress (@AITCofficial) March 29, 2024
বরাহনগরে প্রার্থী করা হচ্ছে, দলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আর মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী করা হচ্ছে রেয়াত হোসেন সরকারকে।
ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি সম্প্রতি মারা গেছেন। সেই কারণে সেখানে উপ নির্বাচন হবে। আর বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিধানসভা থেকে ইস্তফা দিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন। সেই কারণে উপ নির্বাচন হচ্ছে বরানগরে।