হায়দরাবাদে ওয়াইসির বিরুদ্ধে সানিয়াকে প্রার্থী করছে কংগ্রেস?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আসন্ন লোকসভা নির্বাচনে হায়দরাবাদ থেকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসির বিরুদ্ধে বিখ্যাত টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাকে প্রার্থী করার কথা ভাবছে কংগ্রেস, সংবাদ মাধ্যম সূত্রে সেরকমটাই জানা যাচ্ছে।
সম্প্রতি চারটি রাজ্যে লোকসভার প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছিল কংগ্রেসের জাতীয় নির্বাচন কমিটি। গোয়া, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, দমন ও দিউয়ের ১৮টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়েছে। দলীয় সূত্রে খবর, এই বৈঠকেই উঠে এসেছে সানিয়ার নাম। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন নাকি তাঁর নাম প্রস্তাব করেছিলেন কমিটির কাছে।
আজহারউদ্দিনের ছেলে মহম্মদ আসাদউদ্দিনের সঙ্গে চারহাত এক হয়েছে সানিয়ার বোন আনম মির্জার। আজহারউদ্দিন গত বছর তেলেঙ্গানার বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়েছিলেন। যদিও বিআরএস প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। তাঁর প্রস্তাবনাতেই সানিয়ার নাম নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে হাত শিবির। টেনিস তারকার জনপ্রিয়তা ও ভাবমূর্তিকে লোকসভা নির্বাচনে কাজে লাগাতে উদ্যোগী কংগ্রেস।