রাজ্য বিভাগে ফিরে যান

বারাসতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে দলেরই নেতারা

March 30, 2024 | < 1 min read

বারাসতের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে দলেরই নেতারা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: প্রার্থী পদ নিয়ে অভিযোগ আগেই উঠছিল! এ বার সবকিছুকে ছাপিয়ে বিজেপির বিতর্কিত বিধায়ক প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নালিশ জানিয়ে জাতীয় নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিলেন দলেরই দুই নেতা-নেত্রী।

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ। খালি চোখে খুবই সাধারণ ঘটনা। বিরোধী কোনও দল যে কোনও কারণে অভিযোগ করতে পারে। কিন্তু এক্ষেত্রে বিষয়টি এতটা সহজ নয়। কারণ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন দলীয় নেতাদের একাংশই!

স্বপনের নাম প্রার্থী হিসাবে ঘোষণা হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে দলীয় কর্মীদের একাংশকে সমাজমাধ্যমে ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে। একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছিল। সেই ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘‘বারাসাত লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী হয়েছেন, সেই স্বপন মজুমদার মহাশয় এক জন ড্রাগ মাফিয়া। এ রকম এক জন প্রার্থীর হয়ে কী ভাবে আমরা ভোটপ্রচারে যাব?’’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি স্থানীয় বিজেপি নেতা শ্যামল দাস। বারাসত লোকসভা কেন্দ্রের কয়েকটি জায়গায় স্বপনের বিরুদ্ধে পোস্টারও পড়েছে। এ বার স্বপনের বিরুদ্ধে গত ভোটে কমিশনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ারও অভিযোগ তুললেন দলীয় নেতা-নেত্রীদের একাংশ। এ নিয়ে তাঁরা কমিশনেও নালিশ জানিয়েছেন। অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস এবং বারাসতের বিজেপি নেতা সুভাষচন্দ্র রায় বৃহস্পতিবার কমিশনকে এ বিষয়ে চিঠিও দিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#barasat, #Election Commision of India, #bjp, #complain, #politics, #swapan majumdar

আরো দেখুন