খেলা বিভাগে ফিরে যান

IPL 2024: অভিষেকেই ‘মায়াঙ্ক’ ঝড়ে কুপোকাত পঞ্জাব, ২১ রানে জয়ী লখনৌ 

March 30, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, শনিবার আইপিএলে মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে পঞ্জাবের শিখর ধাওয়ান এন্ড কোং-দের ২০০ রানের টার্গেট দেয়  লখনৌ অধিনায়ক নিকোলাস পুরান। লখনৌয়ের হয়ে রান করেন কুইন্টন ডিকক (৫৪), ক্রুণাল পান্ডিয়ারা (৪৩) পুরান (৪২)। পঞ্জাবের হয়ে ৩টি উইকেট নিয়েছেন স্যাম কুরান। ২টি উইকেট তুলেছেন অর্শদীপ সিং।

অন্যদিকে অভিষেকেই ঝড় তুললেন তরুণ ভারতীয় পেসার মায়াঙ্ক যাদব। লখনৌ সুপার জায়ান্টসের নবাগত এই বোলার ৪ ওভারে ৩টি উইকেট নিয়ে দিয়েছেন মাত্র ২৭ রান। তাঁর প্রথম বলটাই ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের বেশি ছিল। সবমিলিয়ে তাঁর ১৭টি বলের মধ্যে ১৪৫ কিমির নীচে ছিল মাত্র ৫টি বল। শিখর ধাওয়ান (৭০), জনি বেয়ারস্টোদের (৪২) মারকাটারি ব্যাটিংও থমকে যায় এই তরুণ পেসারের সামনে। ১৭ ওভারে পরপর দুই বলে ২ উইকেট তুলে পঞ্জাবের কফিনে শেষ পেরেকটি মারেন মহসিন খান। ২১ রানে জয়ী হয় লখনৌ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Lucknow super giants, #Ipl 2024, #LSG vs PBKS, #Punjab Kings

আরো দেখুন