রাজ্য বিভাগে ফিরে যান

CAA-NRC-র বিরুদ্ধে প্রচারে নামছেন রাজ্যের সুশীল সমাজের প্রতিনিধিরা

March 31, 2024 | < 1 min read

CAA-NRC-র বিরুদ্ধে প্রচারে নামছেন রাজ্যের সুশীল সমাজের প্রতিনিধিরা

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটের প্রচার চলছে পুরো দমে। এবার সিএএ-এনআরসির বিরুদ্ধে প্রচারে নামতে চলেছেন রাজ্যের সুশীল সমাজের প্রতিনিধিরা। ‘জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসি’ এই উদ্যোগ নিয়েছে। বাংলাজুরে নানান প্রান্তে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে প্রচারে বেরবেন তাঁরা। সাধারণ মানুষের মধ্যে সিএএ-এনআরসির খারাপ দিকগুলির প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই তাঁদের উদ্দেশ্য।

জয়েন্ট ফোরাম এগেনস্ট এনআরসির সদস্য অনির্বাণ তলাপাত্র জানান, যে’সব এলাকায় সিএএ-এনআরসির প্রভাব পড়ার আশঙ্কা বেশি, সেখানেই কর্মসূচি গ্রহণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, তৃণমূল-সহ অন্যান্য অবিজেপি দলগুলির একাধিক নেতা-নেত্রী দীর্ঘদিন ধরেই সিএএ-এনআরসি বিরোধী আন্দোলন করেছেন। তাঁদের অনেকেই লোকসভা ভোটে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের প্রার্থী। এই সব প্রার্থীদের সঙ্গে জোট বেঁধে সিএএ-এনআরসির বিরুদ্ধে প্রচার করবেন তাঁরা। অনেক প্রার্থীর সঙ্গে চূড়ান্ত আলোচনাও হয়ে গিয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই তাঁরা মাঠে নামবেন, গোটা বাংলাজুড়েই প্রচার চলবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #CAA, #Protest, #NRC, #civil society

আরো দেখুন