দেশ বিভাগে ফিরে যান

দাম বাড়ছে জরুরি ওষুধের! মোদী সরকার ও ফার্মা কোম্পানিগুলোর উপর ক্ষোভ বাড়ছে আম জনতার

March 31, 2024 | < 1 min read

মোদী সরকার ও ফার্মা কোম্পানিগুলোর উপর ক্ষোভ বাড়ছে আম জনতার

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ফের দাম বাড়ছে জরুরি ওষুধের, জাতীয় ওষুধ মূল‌্য নির্ধারণকারী সংস্থা ন‌্যাশনাল ফার্মাসিউটিক‌্যাল প্রাইসিং অথোরিটি (এনপিপিএ) এমনই জানিয়েছে। ১ এপ্রিল থেকে অতি প্রয়োজনীয় অ‌্যান্টিবায়োটিক, পেইনকিলার-সহ প্রায় ৮০০টি ওষুধের দাম বাড়তে চলেছে। ক’দিন আগেই প্রকাশ্যে এসেছে, ফার্মা সংস্থাগুলি কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে নির্বাচনী বন্ডে প্রায় ৯০০ কোটি টাকা দিয়েছে। রাজনৈতিক মহলের দাবি, বিপুল অঙ্কের সেই টাকা তুলতেই যে ওষুধের দাম বাড়ানোর সুযোগ করে দেওয়া হবে, তা বলাই বাহুল‌্য।

এনপিপিএ জরুরি ওষুধের তালিকায় থাকা ওষুধের দাম ০.০০৫৫ শতাংশ বৃদ্ধি করছে। প‌্যারাসিটামল, অ‌্যাজিথ্রোমাইসিন-সহ বেশ কিছু স্টেরয়েড, ভিটামিন, মিনারেলের ওষুধের দাম বাড়ছে। গত বছরই বহু ওষুধের দাম ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ২০২২ সালে ১০ শতাংশ দাম বেড়েছিল। দৈনন্দিন প্রয়োজনীয় ব্লাড সুগার, প্রেশার, জ্বরের ওষুধের দাম অন্তত ১৫ শতাংশ বেড়ে যাচ্ছে। ওষুধের দাম বৃদ্ধিতে ফার্মা কোম্পানি ও মোদী সরকারের উপর আম জনতার ক্ষোভ বাড়ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Medical, #people, #Medicines, #modi govt, #pharmacy

আরো দেখুন