IPL2024: ঘরের মাঠে জয় দিয়ে শুরু করল গুজরাত টাইটানস, হায়দ্রাবাদকে হারাল ৭ উইকেটে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার আইজএল-এ ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদকে সহজেই ৭ উইকেটে হারাল গুজরাত। আমদাবাদে আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। শুরুটা ভাল করেছিলেন দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ও ট্রেভিস হেড। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করছিলেন তাঁরা। হায়দ্রাবাদকে প্রথম ধাক্কা দেন আজ়মাতুল্লা ওমরজাই। ১৬ রানের মাথায় মায়াঙ্ককে আউট করেন তিনি। অভিষেক শর্মা এই ম্যাচেও শুরু থেকে বড় শট মারছিলেন। পাওয়ার প্লে-র পরে প্রথম ওভারেই হেডকে আউট করে নুর আহমেদ। ১৯ রান করেন হেড। অভিষেককে ২৯ রানে আউট করে হায়দ্রাবাদকে বড় ধাক্কা দেন মোহিত শর্মা।
শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে হায়দ্রাবাদ। গুজরাতের সামনে লক্ষ্য রাখে ১৬৩ রানের।রান তাড়া করতে নেমে শুরু থেকেই বড় শট খেলা শুরু করেন ঋদ্ধিমান সাহা। হায়দ্রাবাদের বোলারদের থিতু হওয়ার সময় দেননি তিনি। পাওয়ার প্লে কাজে লাগিয়ে রান করছিলেন ঋদ্ধি। কিন্তু বেশি ক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ২৫ রান করে শাহবাজ় আহমেদের বলে আউট হন। অধিনায়ক শুভমন করেন ৩৬ রান। কিন্তু পুরনো মেজাজে দেখা যায়নি তাঁকে। মায়াঙ্ক মারকান্ডের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন গুজরাতের অধিনায়ক। শেষ পর্যন্ত ৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে যায় গুজরাত।