মমতার পর উত্তরবঙ্গ সফরে মোদী, বাংলায় শাহ-নাড্ডাদের ‘ডেলি প্যাসেঞ্জারি’ কবে থেকে শুরু?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই উত্তরবঙ্গে আসছেন মোদী। উত্তরে তিন সমাবেশ করতে পারেন মোদী। কোচবিহার পর সুকান্তের লোকসভায় হতে পারে সভা। সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই উত্তরে মোদীর সভা হতে পারে। শুধু কোচবিহার নয়, রবিবার জোড়া সভা রয়েছে উত্তরবঙ্গে। বালুরঘাট এবং জলপাইগুড়িতে সভা করতে পারেন মোদী (Modi)। শোনা যাচ্ছে, গোটা ভোটপর্বে বাংলায় মোদী ৩০-এর বেশি সভা করবেন বলে ঠিক হয়েছে। এপ্রিলের শুরু থেকেই মোদী-শাহ-নাড্ডারা পর পর সভা করবেন রাজ্যে। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও আসবেন।
রবিবার নদিয়ার কৃষ্ণনগর লোকসভা ভোটের নির্বাচনী প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৪ থেকে ৬ এপ্রিল টানা উত্তরবঙ্গের বিভিন্ন লোকসভায় নির্বাচনী প্রচারে রোড-শো, জনসভা ও জনসংযোগ কর্মসূচিতেও অংশ নেবেন তৃণমূল নেত্রী। ৭ ও ৮ এপ্রিল দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও পুরুলিয়ায় নির্বাচনী সভা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পরই উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন মোদী ও শাহ। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। অমিত শাহও কমপক্ষে বাংলায় ১২টি সভা করবেন।
এপ্রিলের প্রথম সপ্তাহের শেষে বা দ্বিতীয় সপ্তাহের শুরুতে মোদী ও শাহর জনসভা শুরু হবে বাংলায়। বিজেপির অন্দরে বাংলায় বহু আসনে প্রার্থী নিয়ে তীব্র ক্ষোভ চলছে। গেরুয়া সংগঠনের হাল খুবই খারাপ। মোদী-শাহকে এনে আসন ধরে রাখার মরিয়া চেষ্টায় নেমেছেন বঙ্গ-বিজেপির নেতৃত্ব। একুশের বিধাসভা ভোটের পর উত্তরের ছবি বদলে গিয়েছে। আলিপুরদুয়ারে জন বার্লার বদলে মনোজ টিগ্গাকে প্রার্থী করায় ক্ষোভ রয়েছে। জলপাইগুড়িতেও বিজেপির অবস্থা ভাল নয়। আলিপুরদুয়ার এবং কোচবিহারে দু’টি জনসভা করতে পারেন মোদী। মার্চের শুরুতেই শিলিগুড়িতে সভা করেছেন মোদী। জলপাইগুড়িতে আর সভা নাও করতে পারেন। উত্তরবঙ্গে রায়গঞ্জ, বালুরঘাট ও মালদহ উত্তরে প্রধানমন্ত্রীর জনসভা করার কথা রয়েছে। উত্তরবঙ্গে মোট পাঁচটি সভা করার কথা প্রধানমন্ত্রীর।
দক্ষিণবঙ্গে বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথিতে মোদী সভা হতে পারে। দক্ষিণ ২৪ পরগনাতেও সভা করতে পারেন মোদী। কলকাতায় শহিদ মিনার ময়দানে মোদী অথবা শাহকে দিয়ে জনসভা করাতে পারে বঙ্গ বিজেপি (BJP)। শাহ জনসভা করবেন দার্জিলিং, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বনগাঁ, তমলুক, ঘাটাল, দমদম, বসিরহাট, বারাসত ও কলকাতায়। জলপাইগুড়ি, বহরমপুর, বারাকপুর, উলুবেড়িয়া, ঝাড়গ্রাম-সহ নানা কেন্দ্রে সভা করবেন জে পি নাড্ডা (JP Nadda)। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহারাও বাংলায় ভোট প্রচার করবেন বলে জানা যাচ্ছে।