দেশ বিভাগে ফিরে যান

ভোটার তালিকায় আপনার নাম আছে তো! অনলাইনে যে ভাবে জানবেন

April 1, 2024 | < 1 min read

ভোটার তালিকায় আপনার নাম আছে তো!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভোটদানের প্রধান উদ্দেশ্যে নিজের গণতান্ত্রিক অধিকার কায়েম করা। একজন স্বাধীন নাগরিক হিসেবে দেশের শীর্ষ নেতৃত্বে কাকে বেছে নেবেন, তা নির্ভর করে নাগরিকের ভোটাধিকারের ওপরেই।

অনেক সময়ে দেখা যায় দেশের কোনও নাগরিক তাঁর বাড়ি বদলেছেন। অনেক সময়ে রাজ্যও বদলাতে পারেন। কখনও আবার বিয়ের পরে বদলে যায় মেয়েদের ঠিকানা। আবার এমনও হতে পারে কাজের সূত্রে কেউ বেশ কয়েক বছর শহরে বা গ্রামে অর্থাৎ নিজের এলাকায় নেই। ফিরে আসার পরে তিনি নিজের ভোট দিতে চান। আবার যে সদ্য তরুণ বা তরুণী প্রথম ভোট দেবেন, ভোট সংক্রান্ত ব্যাপারে তাঁর কৌতূহল থাকাই স্বাভাবিক। সে ক্ষেত্রে দরকার পড়ে এটা জানার যে, আদৌ এলাকার ভোটারদের তালিকায় (Voter List) এখনও আপনার নাম আছে কি না। তাই তা জানার জন্য দরকার পড়ে ভোটারদের তালিকা দেখার।

ভোটার তালিকায় আপনার নাম যাচাই করতে কোথাও যেতে হবে না। বরং ঘরে বসেই সহজেই খুঁজে নিতে পারেন আপনার নাম। এর জন্য আপনার অবশ্যই ভোটার আইডি বা এর EPIC নম্বর থাকতে হবে। একই সময়ে, আপনার নম্বরটিও আধার বা ভোটার আইডির জন্য সংযুক্ত হওয়া উচিত।

১) ভোটার তালিকায় নাম খুঁজে পেতে, আপনাকে প্রথমে ভোটারের অফিসিয়াল ওয়েবসাইট nvsp-এ যেতে হবে। ২) এরপর সেখানে সার্চ ইন ইলেক্টোরাল রোলে ক্লিক করুন। ৩)এখন এখানে আপনাকে আপনার তথ্য যেমন নাম, ঠিকানা, বয়স, এপিক নম্বর, মোবাইল নম্বর এবং নির্বাচনী এলাকা লিখতে হবে। ৪)এর পর সার্চ বাটনে ক্লিক করুন। ৫)এবার আপনার এলাকার ভোটার তালিকা আপনার সামনের উইন্ডোতে আসবে। সেখানে আপনার নাম খুঁজে পেতে পারেন। ৬)এছাড়াও আপনি নীচে স্ক্রোল করে আপনার নাম দেখতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Voter list, #EPIC, #nvsp

আরো দেখুন