← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যে বাড়ছে গরমের ছুটির মেয়াদ! কতদিন থাকবে ছুটি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরমের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদ।
রাজ্যের সমস্ত স্কুল ছুটি থাকবে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত। কারণ এ দিন লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ফল ঘোষণা। প্রসঙ্গত, ১৯, ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০, ২৫ মে এবং ১ জুন বাংলায় ৭ দফায় ৪২টি লোকসভা আসনে লোকসভা নির্বাচন হবে।
আগামী ৭ মে (ভগবানগোলা) ও ১ জুন (বরানগর) দুটি বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন, সেই কারণেই চলতি বছর গরমের ছুটির (Summer Vacation) মেয়াদ বৃদ্ধি বলে জানা গিয়েছে। তবে ৪ জুন নির্বাচনের ফল ঘোষণা, তাই সেদিন ছুটি থাকবে কিনা এখনও স্পষ্ট নয়।