চব্বিশের মহারণে কোথায় দাঁড়িয়ে BJP? আদৌ সম্ভব ৪০০ পার?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিজেপি তথা মোদী বারবার দাবি করছেন ‘আব কি বার ৪০০ পার’। তাবড় তাবড় মাধ্যমে প্রচার চলছে এই মর্মেই। এমনও দাবি কেউ কেউ করছেন, বিজেপি নাকি একাই ৩৫০-র বেশি আসন পাবে আর এনডিএ পাবে ৪৫০টি আসন! তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে মোদীর শপথগ্রহণ সময়ের অপেক্ষা মাত্র! বাস্তব ছবি একেবারেই উল্টো। গেরুয়া দলের অন্দরের খবর তারা একটি বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়েছিল। সেই সমীক্ষা অনুযায়ী, দেশজুড়ে ১২০টি আসন হারাতে চলেছে বিজেপি। সমীক্ষাতে বলা হয়েছে, INDIA জোট যদি সংঘবদ্ধভাবে কড়া লড়াই দিতে পারে তাহলে, ১৫০-রও বেশি আসন হারাতে হতে পারে বিজেপিকে।
জানা গিয়েছে, সমীক্ষা অনুযায়ী; বাংলা, ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, অসম, এমনকি মোদীর গুজরাতেও আসন কমতে পারে। তালিকায় থাকছে এনডিএ শাসিত বিহার, হরিয়ানা, মহারাষ্ট্রও। বিরোধী রাজ্যের মধ্যে কর্ণাটক, ঝাড়খণ্ড এবং দিল্লিতেও আসন হারাতে পারে বিজেপি। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বিহার, কর্ণাটক ও উত্তরপ্রদেশ থেকে ১৫টি করে মোট ৪৫টি আসন হারাতে চলেছে বিজেপি। মহারাষ্ট্র ও বাংলা থেকে প্রায় দশটি করে আসন হারাতে চলেছে তারা। রাজস্থানে ৮টি, ঝাড়খণ্ড থেকে ৬টি, ছত্তিশগড়ে ৫টি, হরিয়ানা থেকে ৫টি, অসম থেকে ৪টি, দিল্লি থেকে ৪টি আসন হারাতে পারে বিজেপি। গুজরাতে হারাতে হতে পারে ২টি আসন। সব মিলিয়ে প্রায় ১২০ আসনে হারের মুখ দেখতে পারে বিজেপি। সেক্ষেত্রে এনডিএ ১৮০টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা কম।