কলকাতা বিভাগে ফিরে যান

লোকসভা নির্বাচনে KMC-র সব ওয়ার্ডে লিডের টার্গেট তৃণমূলের?

April 2, 2024 | < 1 min read

রাসবিহারী বিধানসভা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা নির্বাচনে কলকাতা পুরসভার আওতাধীন ১৪৪ ওয়ার্ডের মধ্যে ১২ ওয়ার্ডে পিছিয়ে গিয়েছিল তৃণমূল। পুরসভা ভোটেও ১০টি ওয়ার্ড হাতছাড়া হয় তৃণমূলের। লোকসভা ভোটে এ ঘটনা রুখতে কাউন্সিলারদের ময়দানে নামার নির্দেশ দিয়েছে তৃণমূল (TMC)।

কাউন্সিলারদের নিয়ে বিধানসভাভিত্তিক বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসবিহারী বিধানসভা (Rashbehari Assembly) কেন্দ্রের সব কাউন্সিলারদের নিয়ে শনিবার বৈঠক করেছে দলীয় নেতৃত্ব। বাকি বিধানসভাগুলিতেও এমন বৈঠক হবে।

কাউন্সিলারদের প্রতি রাজ্যের শাসকদলের বার্তা, ওয়ার্ডে বিগত বিধানসভা ও পুরভোটের চেয়েও ভাল ফল করতে হবে। ঘরে না বসে থেকে, মানুষের কাছে পৌঁছতে বলা হচ্ছে। প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে গিয়ে বাসিন্দাদের মোদীর সঙ্গে দিদির প্রকল্পের পার্থক্য বোঝাতে নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীতে কত মানুষ উপকৃত হচ্ছেন, তাও জানাতে বলা হচ্ছে। কাউন্সিলারদের কর্মিসভায় দক্ষিণ কলকাতার তৃণমূলের জেলা সভাপতি দেবাশিস কুমার (Debasish Kumar) বলেন, সাধারণ মানুষের পাশে সারাবছর থাকার চেষ্টা করুন। তবেই ভোটবাক্স খুললে শুধু ঘাসফুল বেরিয়ে আসবে। সমস্ত ওয়ার্ডের নেতাদের এলাকায় ঘুরে মতামত জানার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #KMC, #Lok Sabha elections 2024, #Kolkata

আরো দেখুন