খেলা বিভাগে ফিরে যান

ইডেনে কলকাতা Vs রাজস্থান ম্যাচের আয়োজন ঘিরে অনিশ্চিয়তা! কবে খেলবেন নাইটরা?

April 2, 2024 | < 1 min read

ইডেনে কলকাতা Vs রাজস্থান ম্যাচের আয়োজন ঘিরে অনিশ্চিয়তা!

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ইডেন গার্ডেন্সে আগামী ১৭ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে নাইটদের নামার কথা, কিন্তু ওই ম্যাচের দিনক্ষণ বদলে যেতে পারে বলেই শোনা যাচ্ছে। দুই ফ্র্যাঞ্চাইজি, রাজ্য সংস্থা ও সম্প্রচারকারী সংস্থাকে ইতিমধ্যেই তা জানানো হয়েছে। ওই দিন রামনবমী রয়েছে। নিরাপত্তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে ধরে নিতেই এগোনো হচ্ছে।

রামনবমী সর্বত্রই পালন করা হয়। শোনা যাচ্ছে, আইপিএল ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা জোগানো সম্ভব নাও হতে পারে। ম্যাচের দু’দিন পরই লোকসভার প্রথম পর্যায়ের নির্বাচন শুরু হচ্ছে। সে’কারণে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না বলেই জানা গিয়েছে।

সিএবিকে পাঠানো চিঠিতে কলকাতা পুলিশ জানিয়েছে, ম্যাচের দিন রামনবমী রয়েছে এবং নির্বাচনের জন্য অন্য রাজ্যে পুলিশ পাঠানো হয়েছে, তাই ম্যাচের দিন পর্যাপ্ত পুলিশের জোগান দেওয়া সম্ভব হবে না। শোনা যাচ্ছে, সিএবি তরফে ম্যাচের দিন বদলানোর জন্য অনুরোধ করা হয়েছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছে, সিএবি এক দিন আগে বা এক দিন পরে ম্যাচ আয়োজন করতে চাইছে। মনে করা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Ipl 2024, #KKR, #Eden Gardens, #Rajasthan Royals

আরো দেখুন