রাজ্য বিভাগে ফিরে যান

দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন হুগলির BJP প্রার্থী, কমিশনে নালিশ তৃণমূলের

April 2, 2024 | < 1 min read

দুষ্কৃতীদের আশ্রয় দিচ্ছেন হুগলির BJP প্রার্থী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল। তৃণমূলের অভিযোগ, দুষ্কৃতীদের তোল্লাই দিচ্ছেন বিজেপি প্রার্থী। ২৯ মার্চ পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের অভিযোগ, বিক্ষোভে ব্যান্ডেলের দুষ্কৃতী সঞ্জয় পাশোয়ান ওরফে লালার মা যশোয়া দেবী ছিলেন। এই মর্মে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমারের (Rajiv Kumar) কাছে ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন তৃণমূল বিধায়ক। তৃণমূল বিধায়কের দাবি, দীর্ঘ দিন যাবৎ দুষ্কৃতীরা ব্যান্ডেল শাসন করেছিল, তিনি বিধায়ক হওয়ার পর দুষ্কৃতীদের জনবিচ্ছিন্ন করেন। ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করছেন এলাকায়। একদা দুষ্কৃতীদের অত্যাচারে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল। তৃণমূল (TMC) বিধায়কের অভিযোগ, এখন ওই দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার জন্য লকেট চট্টোপাধ্যায় ব্যান্ডেল ফাঁড়িতে ডেপুটেশন দিচ্ছেন।

তৃণমূলের অভিযোগ, ব্যান্ডেলের অন্যতম বড় দুষ্কৃতী লালা। বিজেপি (BJP) এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্য গুন্ডা-মস্তানদের আমদানি করছে। অসিতের দাবি, ফাঁড়িতে বিক্ষোভ দেখানোর দু’দিনের মধ্যেই এক জন ব্যবসায়ী আক্রান্ত হন। অপহরণের চেষ্টা করা হয় তাঁকে। তৃণমূল বিধায়ক বলেন, এই কারণে তিনি নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগ করেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India, #bjp, #Locket Chatterjee, #Hoogly, #Loksabha Election 2024

আরো দেখুন