রাজ্য বিভাগে ফিরে যান

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় তাপ প্রবাহের সতর্কতা? কীভাবে সাবধান থাকবেন?

April 2, 2024 | 2 min read

দক্ষিণবঙ্গের কোথায় কোথায় তাপ প্রবাহের সতর্কতা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আগামী ক’দিনের জন্য দক্ষিণবঙ্গের কিছু জেলায় সতর্কবার্তা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। ৩ এপ্রিল থেকে ৫ এপ্রিল অবধি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম (Jhargram), পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ইত্যাদি জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। সংশ্লিষ্ট জেলাগুলিতে তাপমাত্রার বৃদ্ধি পেয়ে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা বর্তমানে নেই।

তাপ প্রবাহের কারণে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। ওই দিনগুলিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা সর্বাধিক প্রায় ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। আগামী তিনদিন পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

তাপ প্রবাহের সতর্কতা:
১ এপ্রিল, ২০২৪ (হলুদ): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্র ও অস্বাস্থ্যকর আবহাওয়া।

২ এপ্রিল, ২০২৪ (হলুদ): দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্র ও অস্বাস্থ্যকর আবহাওয়া।

৩-৫ এপ্রিল: পুরুলিয়া ও বাঁকুড়ার কয়েকটি জায়গায় প্রচন্ড তাপপ্রবাহ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা-সহ বাকি জেলাগুলিতে আর্দ্র ও অস্বাস্থ্যকর আবহাওয়া থাকবে।

কী প্রভাব পড়তে পারে?
সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে হিট ক্র্যাম্প, হিট স্ট্রোকে মানুষজন আক্রান্ত হতে পারে।

কী করতে পারেন?

দীর্ঘ সময়ব্যাপী হিট এক্সপোজার থেকে দূরে থাকুন।

হালকা রঙের সুতির বস্ত্র পরুন।

টুপি, ছাতা ব্যবহার করুন।

শরীরের জলের পরিমাণ বজায় রাখতে, অধিক পরিমাণে জল পান করুন।

ORS পান করুন। লেবু জল, লস্যি, ইত্যাদি পান করে শরীর হাইড্রেটেড রাখুন।

সরাসরি সূর্যালোক এড়িয়ে চলুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#hot weather, #heat waves, #West Bengal, #Weather conditions, #Weather Update, #Alipore Weather Office

আরো দেখুন