রাজ্য বিভাগে ফিরে যান

সাংবাদিকদের ‘অশিক্ষিত’ বলে ফের বিতর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

April 3, 2024 | < 1 min read

সাংবাদিকদের ‘অশিক্ষিত’ বলে ফের বিতর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বিতর্কে তমলুকের বিজেপি প্রার্থী এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগদানের পর থেকেই তার বেলাগাম মন্তব্যে বিপাকে পড়তে হয়েছে বিজেপিকে। এবার সাংবাদিকদের ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন প্রাক্তন বিচারপতি।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেখানে তাঁকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে- ‘কিছু বলবো না। প্রশ্ন করতে জানেন না। শুধু বলুন বলুন। প্রশ্ন করতে গেলেও শিক্ষিত হওয়ার প্রয়োজন….’।

এই ভিডিওটি পোস্ট করে তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, ‘এই অহংকার, এই ঔদ্ধত্য বেশিদিন টিকবে না…, গোটা পৃথিবী অশিক্ষিত। একমাত্র শিক্ষিত ব্যক্তি হচ্ছেন উনি…! বাহ…’’

শুধু তাই নয়, সাংবাদিক কূলকে অশিক্ষিত বলে অপমান করার জন্য দেবাংশুর খোঁচা, ‘যে সাংবাদিকরা তাঁকে মাথায় তুলে নাচতেন, আজকে তারা এই অপমান, অসম্মান নিয়ে প্রাইম টাইমে আলোচনা করবেন তো? দেখার অপেক্ষায় রইলাম…’’!

TwitterFacebookWhatsAppEmailShare

#Controversy, #politics, #media, #journalists, #Abhijit ganguly, #Illiterate

আরো দেখুন