পুরুলিয়া-কোচবিহারের বদলা! মালদহে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিতে পারে ফরওয়ার্ড ব্লক
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: লোকসভা ভোটে প্রার্থী নিয়ে জোট পেকেছে সিপিএম, কংগ্রেস, বাম শরিক দল ফরওয়ার্ড ব্লকের মধ্যে। আসন সমঝোতা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে পুরুলিয়ায় (Purulia) নেপাল মাহাতকে দাঁড় করিয়েছে কংগ্রেস। এদিকে বাম শরিকদল ফরওয়ার্ড ব্লক (forward Block) দলীয় প্রার্থী হিসাবে ধীরেন্দ্রনাথ মাহাতর নাম ঘোষণা করেছে।
উত্তর মালদহ আসনে বাম-কংগ্রেস আসন সমঝোতায় জটের শঙ্কা। উত্তর মালদহ আসনে প্রার্থী দেওয়া নিয়ে ফরওয়ার্ড ব্লক দলীয় স্তরে আলোচনা শুরু করেছে বলে জেলা নেতৃত্ব জানিয়েছে। উত্তর ও দক্ষিণ মালদহ আসন দু’টি বামেদের পক্ষ থেকে কংগ্রেসকে ছাড়া হয়েছে। কংগ্রেস (Congress) প্রার্থীর সমর্থনে বামেরা প্রচার করবে বলেও বাম নেতৃত্ব জানিয়েছে। তবে বামেদের অন্যতম শরিক ফব বেঁকে বসেছে। কোচবিহার ও পুরুলিয়া আসনে ফব প্রার্থীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী দেওয়ায় তারা উত্তর মালদহ সহ কিছু আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে।
ফব’র মালদহ (Malda) জেলা সম্পাদক শ্রীমন্ত মিত্র বলেন, কোচবিহার ও পুরুলিয়া আসনে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বরাবরই প্রতিদ্বন্দ্বিতা করে। এবারেও ওই দুই আসনে বামফ্রন্টের পক্ষে ফব লড়ছে। কিন্তু কংগ্রেস ওই দুই আসনে প্রার্থী দেওয়ায় দল উত্তর মালদহ সহ বেশকিছু আসনে কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ভাবছে। এবিষয়ে দলীয় স্তরে আলোচনা চলছে।