রাজ্য বিভাগে ফিরে যান

অভিনব উপায়ে প্রচার পার্থ ভৌমিকের, কী করছেন তিনি?

April 3, 2024 | < 1 min read

পার্থ ভৌমিক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এর জন্য নতুন অ্যাপ চালু করা হল। বারাকপুর (Barrackpur) লোকসভা কেন্দ্রের যেকোনও ভোটার ওই গুগল অ্যাপে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই জানতে পারবেন নানা তথ্য। সঙ্গে রয়েছে পার্থ ভৌমিক (Partha Bhowmick) সম্পর্কে ৩০ সেকেন্ডের একটি ভিডিও। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কেন তাকে ভোট দেবে তার আবেদন। সেই সঙ্গে আবেদন, গুন্ডারাজ নয়, বারাকপুরে শান্তি চাই। মূলত, যুবক-যুবতীদের কাছে নিজের ভাবমূর্তি তুলে ধরতেই পার্থ এই উদ্যোগ গ্রহণ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#partha bhowmick, #Loksabha Election 2024, #Barrackpur

আরো দেখুন