রাজ্য বিভাগে ফিরে যান

টার্গেট ব্যবধান বাড়ানো, কাকলিকে জেতাতে ময়দানে রাজারহাট-নিউটাউন বিধানসভা তৃণমূল কমিটি

April 3, 2024 | < 1 min read

কাকলিকে জেতাতে ময়দানে রাজারহাট-নিউটাউন বিধানসভা তৃণমূল কমিটি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বারাসত লোকসভা কেন্দ্র থেকে কাকলি ঘোষ দস্তিদারের ব্যবধান বাড়ানোর টার্গেট নেওয়া হয়েছে, ময়দানে নেমেছে রাজারহাট-নিউটাউন বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটি। রাজারহাট-নিউটাউন বিধানসভায় পাঁচটি গ্রাম পঞ্চায়েত ও ১১টি পুর-ওয়ার্ড রয়েছে, সব মিলিয়ে বুথ সংখ্যা ৩১৪টি। প্রতিটি বুথেই কাকলিকে এগিয়ে রাখার টার্গেট নিয়েছে তৃণমূল। কর্মীদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার নিদান দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

মঙ্গলবার বিকেলে রাজারহাট ব্লক তৃণমূল কার্যালয়ে নির্বাচনী কমিটি বৈঠক বসেছিল। প্রতিটি ওয়ার্ডের প্রতিনিধি ও প্রত্যেক অঞ্চলের সভাপতিকে প্রচারের কৌশল ঠিক করে দেন সংসদীয় নির্বাচনী কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী রথীন ঘোষ। কর্মীদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান,
রাজারহাট-নিউটাউন বিধানসভা কমিটির চেয়ারম্যান বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, নির্বাচনী কমিটির দুই কনভেনর প্রবীর কর, আফতাব উদ্দিন। সাংগঠনিকভাবে দুর্বল এলাকায় বাড়তি নজর দেওয়ার কথাও বলা হয়েছে।

২০১৯-র লোকসভা নির্বাচনে রাজারহাট নিউটাউন বিধানসভা থেকে ২৩ হাজার ৭০০ভোটে এগিয়ে ছিলেন কাকলিদেবী। আগের মার্জিন ছাপিয়ে যাওয়ার টার্গেট নিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, বারাসত লোকসভার প্রার্থীকে জেতাতে বিধানসভা ধরে ধরে সার্বিকভাবে রণকৌশল ঠিক করা হচ্ছে।আগামীকাল, বৃহস্পতিবার পাথরঘাটা অঞ্চলে মেগা ইফতার পার্টিতে জোড়াফুল প্রার্থী জনসংযোগ কর্মসূচি সারবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#barasat, #newtown, #tmc, #Rajarhat, #Trinamool Congress, #Kakoli Ghosh Dastider

আরো দেখুন