রাজ্য বিভাগে ফিরে যান

রাজ্যে রেকর্ড সংখ্যক জমি-বাড়ি রেজিস্ট্রেশন, ভরছে কোষাগার

April 3, 2024 | < 1 min read

রেকর্ড সংখ্যায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের হ্যাটট্রিক করল রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রেকর্ড সংখ্যায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনের হ্যাটট্রিক করল রাজ্য। লাগাতার তিনবছর ২০ লক্ষের বেশি সম্পত্তি নথিভুক্ত হল এরাজ্যে। স্ট্যাম্প ডিউটিতে রাজ্য সরকার ২ শতাংশ ছাড় দেওয়ার পর থেকেই জমি বাড়ির রেজিস্ট্রেশনের (Registration) ক্ষেত্রে নতুন জোয়ার এসেছে।

দেখা যাচ্ছে বিগত ৩টি অর্থবর্ষে রাজ্যে ৬০ লক্ষেরও বেশি জমি-বাড়ির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আর তার জেরে রাজ্যের কোষাগারেও বেশ মোটা টাকার আমদানি ঘটেছে। শুধুমাত্র বিগত অর্থবর্ষে এই খাতে রাজ্য সরকারের কোষাগারে এসেছে ৬,১৮৫ কোটি টাকা। জমি-বাড়ি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি-তে ২ শতাংশ এই ছাড় চলতি বছরের ৩০ জুন পর্যন্ত থাকছে। ফলে আরও অনেক মানুষ যে সুবিধা নিতে চাইবেন বা পারবেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী এই সুবিধা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সম্প্রসারিত করতে পারেন।

প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে দুর্গাপুজোর আগে। সেপ্টেম্বরে-৬৯২ কোটি ৯৩ লক্ষ টাকা। কোভিডের আগের তুলনায় বছরে অন্তত পাঁচ লক্ষ রেজিস্ট্রেশন বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Registration, #After land and house registry, #land and houses

আরো দেখুন