রাজ্য বিভাগে ফিরে যান

ঝড়ে ক্ষতিগ্রস্ত উত্তরের একাধিক ভোটকেন্দ্র! কী জানাচ্ছে নির্বাচন কমিশন?

April 4, 2024 | < 1 min read

জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি ভোটকেন্দ্র ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঝড়ের প্রকোপ থেকে রেহাই পেল না ভোটকেন্দ্রও! জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কয়েকটি ভোটকেন্দ্র ঝড়ের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) অরিন্দম নিয়োগী জানিয়েছেন, ১১টি পোলিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের কাজ আরম্ভ হয়েছে।

১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভোটগ্রহণ হওয়ার কথা। জলপাইগুড়ি শহর, ময়নাগুড়ি, ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকা রবিবার ঝড়বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায়। পাঁচজন মারা গিয়েছে। আহতের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। মৃতদের বাড়িতে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India, #jalpaiguri, #kalbaisakhi, #Loksabha Election 2024

আরো দেখুন