রাজ্য বিভাগে ফিরে যান

প্রচারে বেরিয়ে ক্রিকেট খেলায় মাতলেন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার

April 4, 2024 | < 1 min read

মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জোরকদমে শুরু করে দিয়েছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদার (Bapi Haldar)। বুধবার, কড়া রোদের মধ্যেই রায়দিঘিতে প্রচারে বেরিয়ে স্থানীয় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেললেন প্রার্থী। উইকেটকিপিং করলেন বিধায়ক ডাঃ অলোক জলদাতা (Aloke Jaldata)। চিকিৎসক বিধায়ক প্রচারের ফাঁকেই লোকসভার প্রার্থীর স্বাস্থ্যপরীক্ষা সেরে ফেললেন। স্বাস্থ্য ভাল রাখার টিপসও দিলেন।

গিলারছাঁট পঞ্চায়েতে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন বাপি। পায়ে হেঁটে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। বাড়িভাঙা সর্দারপাড়া, পশ্চিমপাড়া ঘুরে বৈরাগীর চকে স্বাস্থ্যপরীক্ষা শিবিরে গিয়ে মানুষজনের সমস্যা শোনেন প্রার্থী। বাপিবাবুকে বেশি করে জল খাওয়ার ও পরিমিত আহারের পরামর্শ দেন। প্রার্থীকে দেখতে মহিলাদের ঢল নামে। বাড়ির বধূরা লক্ষ্মীর ভাণ্ডার লেখা পোস্টার নিয়ে প্রার্থীর সঙ্গে দেখা করেন। বৈদ্যপাড়া ঘুরে কালিকাপুর, গোলাবাটি ইত্যাদি গ্রামে টোটোয় চেপে গ্রামে গ্রামে ঘোরেন প্রার্থী। গোলাবাটিতে ক্রিকেট খেলতে নেমে পড়েন তৃণমূল প্রার্থী।

বাপি হালদার বলেন, প্রচারে মানুষজন আশীর্বাদ করছেন, সমর্থন করছেন, তেমনই অনেকে সমস্যাও তুলে ধরেছেন। ভূমিপুত্র ভোটে দাঁড়ানোয় স্থানীয় বাসিন্দারা অন্যন্ত খুশি, এমনটাই জানাচ্ছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Loksabha Election 2024, #Bapi Haldar, #Aloke Jaldata

আরো দেখুন