রাজ্য বিভাগে ফিরে যান

১৫ লাখের কথা বলে মোদীকেই কটাক্ষ করলেন দিলীপ!

April 5, 2024 | < 1 min read

দিলীপ ঘোষ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অতীতে ‘কালো ধন’ ফিরিয়ে এনে দেশবাসীর মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি শোনা গিয়েছিল নরেন্দ্র মোদীর কণ্ঠে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের প্রচারে নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, ‘কালো টাকা ফেরত আনতে হবে! না হবে না! এই টাকায় মানুষের অধিকার। এই চোর লুটেরাদের পয়সা যা বিদেশি ব্যাঙ্কে জমা রয়েছে তা যদি একবার ফিরিয়ে আনতে পারি তাহলে সেখান থেকেই হিন্দুস্থানের গরিব মানুষরা এমনই ১৫-২০ লাখ টাকা পেয়ে যাবেন।’ বর্ধমান-দূর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কী সেই বিষয়টি নিয়েই কটাক্ষ করলেন খোদ নরেন্দ্র মোদীকে!

বৃহস্পতিবার দিলীপ ঘোষের (Dilip Ghohsh) একটি মন্তব্য ঘিরে এরকমই জল্পনা ছড়িয়েছে। পূর্ব বর্ধমানের ভাতারের কুড়মুনে উপস্থিত থেকে একটি প্রশ্নের জবাবে হাসি মুখে বলেন, ‘১৫ লাখ টাকার অপেক্ষা করে অনেকে তো উপরে চলে গেল! আমরা এখন ১৫ কোটির কথা বলছি।’ তবে এই মন্তব্যের ব্যাখ্যা তিনি করেননি। তবে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #dilip ghosh, #PM Modi

আরো দেখুন