পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত না, সমাজ মাধ্যমে নওশাদকে কটাক্ষ দেবাংশুর
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শেষ অবধি ডায়মন্ড হারবারে লড়ছেন না নওশাদ সিদ্দিকি। বিগত আট-ন’মাস যাবৎ নওশাদ বলে আসছিলেন দল অনুমোদন দিলেই তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে লড়বেন। ক’দিন আগেও এই দাবিতে অনড় ছিলেন আইএসএফ বিধায়ক। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় সব বদলে গেল। ফুরফুরা শরিফে সাংবাদিক বৈঠক করে পাঁচ লোকসভা আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করল আইএসএফ নেতৃত্ব। ডায়মন্ড হারবারে আইএসএফ টিকিট দিল মজনু লস্করকে। নওশাদ জানিয়েছিলেন, তাঁর দল তাঁকে মনোনয়ন দিলে তিনি ডায়মন্ড হারবারে প্রার্থী হবেন। কিন্তু আইএসএফ নেতৃত্ব তাঁকে প্রার্থী হওয়ার অনুমতি দেয়নি বলেই জানিয়েছেন তিনি।
নওশাদ প্রার্থী না হওয়ায় কটাক্ষ করেছে তৃণমূল। তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চেয়ে নিজেই চ্যালেঞ্জ জানিয়ে তার পর নিজেই সেখান থেকে পালিয়ে যাওয়াকে নওশাদ সিদ্দিকি বলে। এ জন্যই আমরা বলি, পান্তা ভাত খেয়ে বিরিয়ানির ঢেঁকুর তোলা উচিত নয়।’