দেশ বিভাগে ফিরে যান

আজই কি রাজ্যসভায় শপথ নেবেন সুস্মিতা দেবরা?

April 5, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২৪ সালে বাংলা থেকে পাঁচজন রাজ্যসভায় গিয়েছেন। তৃণমূল থেকে সাংসদ হয়েছে সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর, সাগরিকা ঘোষ ও নাদিমুল হক। এছাড়াও রয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার দিল্লির নয়া সংসদ ভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। কিন্তু তৃণমূলের চার সাংসদ বৃহস্পতিবার শপথ নেননি। নির্বাচনের কারণে তৃণমূল সাংসদরা ব্যস্ত রয়েছেন। তাই তাদের প্রার্থীদের শপথগ্রহণের ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল জানিয়েছে, ৬ এপ্রিল সাংসদ পদে শপথ নেবেন সুস্মিতা দেব ও নাদিমুল। সাগরিকাকেও একই দিনে শপথগ্রহণের চেষ্টা চলছে। সূত্রের খবর, মমতাবালা দলের কাছে অনুরোধ জানিয়েছেন, তাঁর শপথগ্রহণ যেন ৯ এপ্রিল করে দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Swearing In Ceremony, #Sushmita Dev, #tmc, #Rajyasabha

আরো দেখুন