ভোটার কার্ড হারিয়ে গেছে? চিন্তা নেই আপনিও ভোট দিতে পারবেন! জেনে নিন উপায়
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া, এবারেও সাত দফায় ভোট হবে। ভোট কেন্দ্রে যাওয়ার সময় কী কী নথি নিয়ে নিয়ে যাবেন? ভোটার কার্ড ছাড়া আর কোন কোন পরিচয় পত্র থাকলে আপনি ভোট দেওয়ার অনুমতি পাবেন?
নির্বাচন কমিশন জানাচ্ছে, ভোটদানের জন্য পরিচয় পত্রের প্রমাণের ক্ষেত্রে নিম্নলিখিত যেকোনও একটি নথি প্রয়োজন।
ভোটারদের সচিত্র পরিচয়পত্র (এপিক)
আধার কার্ড
প্যান কার্ড
চাকরির পরিচয়পত্র
শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত ভোটারদের বিশেষ পরিচয় পত্র
ফোটো-সহ ব্যাঙ্ক বা পোস্ট অফিসের পাসবই
স্বাস্থ্যবিমার স্মার্টকার্ড (শ্রম মন্ত্রক)
ড্রাইভিং লাইসেন্স
পাসপোর্ট
এনপিআর-র অধীনে আরজিআই প্রদত্ত স্মার্টকার্ড
পেনশনের নথি
সাংসদ বা বিধায়ক বা পুরসভার কাউন্সিলরদের প্রদত্ত সরকারি পরিচয়পত্র
এমএনআরইজিএ-জব কার্ড
এগুলোর মধ্যে যেকোনও একটি সঙ্গে থাকলেই ভোট দেওয়া যায়। যদি কারও ভোটার কার্ড হারিয়ে যায়, তবে ভোটার আইডি কার্ডের পরিবর্তে যেকোনও একটি নথি দেখানো যাবে। তবে ভোট দিতে যাওয়ার আগে নিশ্চিত করতে হবে ভোটার তালিকায় নাম রয়েছে কিনা। ভোটার তালিকায় নাম থাকলে, ভোটার আইডি কার্ডের বিকল্প হিসেবে যেকোনও একটি নথি ব্যবহার করা যাবে।