খেলা বিভাগে ফিরে যান

IPL2024: ব্যর্থ বিরাটের সেঞ্চুরি, RCB-কে উড়িয়ে ৬ উইকেটে জয়ী গোলাপি ব্রিগেড  

April 6, 2024 | < 1 min read

রাজস্থানের কাছে হেরে গেল রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  রাজস্থানের কাছে হেরে গেল রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে আরসিবিকে উড়িয়ে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিল গোলাপি ব্রিগেড।  

গোলাপি শহরের সোয়াই মান সিংহ স্টেডিয়ামে ১৮৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছিল রাজস্থান রয়‍্যালস  (Rajasthan Royals)। ৫ বল বাকি থাকতে ১৮৯ রান তুলে নেয় রাজস্থান।

 আজকের ম্যাচে অপরাজিত থেকে জয় সূচক সর্বোচ্চ রান করেন জশ বাটলার (১০০ ), দ্বিতীয় সর্বোচ্চ রান করেন সঞ্জু স্যামসনের (৬৯)। এছাড়া বড় রান পাননি কোনও রাজস্থানের ব্যাটার।     

 অন্যদিকে বেঙ্গালুরুর বিরাট ৭২ বলে ১১৩ রান করে অপরাজিত ছিলেন। ২টি করে চার ও ছক্কা হাঁকিয়ে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিল ফাফ ডুপ্লেসিস (৪৪)। রাজস্থানের হয়ে ২টি উইকেট নেন যুজবেন্দ্র চাহাল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Royal Challengers Bengaluru, #RR vs RCB, #Rajasthan Royals, #Ipl 2024

আরো দেখুন