খেলা বিভাগে ফিরে যান

 ISL: পঞ্জাবকে ১-০ গোলে হারিয়ে লিগের দ্বিতীয় স্থানে মোহনবাগান 

April 6, 2024 | < 1 min read

ছবি-এক্স-@mohunbagansg

 নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্জাব এফসিকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন শিবির।

আজ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ৪২ মিনিটের মাথায় গোল করেন দিমিত্রি পেত্রাতোস।   

ম্যাচের দ্বিতীয়ার্ধে কোন‌ও পক্ষ‌ই গোলের মুখ খুলতে পারে নি।

এই ম্যাচে জিতে ওড়িশা এফসিকে টপকে দ্বিতীয় স্থানে চলে এল মোহনবাগান সুপার জায়েন্ট।

TwitterFacebookWhatsAppEmailShare

#mbsg, #Punjab FC, #Lets Football, #PFC, #Mohun Bagan SG, #ISL, #Indian Football

আরো দেখুন