হচ্ছে টা কী? বিভাগে ফিরে যান

ব্যাট হাতে ইউসুফ, বল হাতে কীর্তি! দুই বিশ্বকাপ জয়ী ঝড় তুলছেন ভোটের ময়দানে

April 6, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে প্রার্থী করেছে তৃণমূল। ভোটের ময়দানে দু’জনেই ঝড় তুলেছেন প্রচারে। বহরমপুরে (Berhampore) প্রার্থী হয়েছেন টি-টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান (Yusuf Pathan)। ২০০৭ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলে ইউসুফ। ২০১১-র বিশ্বকাপের জয়ী দলেও ছিলেন তিনি। রাজনীতির ময়দানে হাতেখড়ি হয়েছে তাঁর। প্রচারে নেমে রীতিমতো চষে ফেলছেন তিনি। পদযাত্রা, মিছিল, সভা-সমিতি থেকে ব্যাট ধরা, সেলফি তোলা, ইফতারে যোগ দেওয়া; সব মিলিয়ে সুপার হিট প্রচর চলছে। অধীর গড়ে জোড়াফুল ফোটাতে পারবেন ঝোড়ো ব্যাটিং করা ভারতীয় ব্যাটার?

অন্যদিকে, বর্ধমান-দুর্গাপুরে প্রার্থী হয়েছে কীর্তি আজাদ (Kirti Azad)। তিনবারের সাংসদ নিজের মতো করেই জনসংযোগ করছেন। দোল খেলা থেকে থলে নিয়ে বাজার করা, সাইকেলে এলাকা ভ্রমণ থেকে মহিলাদের মা সীতার জীবন যন্ত্রণার কাহিনি শোনানো; জনসংযোগে কীর্তি হিট। ১৯৮৩-র বিশ্বকাপের সেমিফাইনালের স্পেলের মতো রাজনীতির বাইশ গজেও তাঁর ঝাঁঝ অক্ষত। সেমিফাইনালে ইংল্যান্ডের তারকা ইয়ান বোথামের উইকেট নিয়েছিলেন কীর্তি। এবারেও কি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে পারবেন তিনি?

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Hochche Ta Ki, #Kirti Azad, #Loksabha Election 2024, #Berhampore, #Yusuf Pathan, #Bardhaman-Durgapur

আরো দেখুন