খেলা বিভাগে ফিরে যান

শিলংয়ে লাজংকে হারিয়ে আই লিগ জিতল মহমেডান স্পোর্টিং

April 6, 2024 | < 1 min read

কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আই লিগ জিতল মহামেডান

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতার ময়দানে এল আই লিগ, মহমেডান স্পোর্টিং শনিবার শিলংয়ের মাঠে লাজংকে ২-১ গোলে হারিয়ে আই লিগ জিতল। আগামী মরশুমে আইএসএল খেলাও নিশ্চিত করে ফেলল কলকাতা ময়দানের অন্যতম প্রাচীন ক্লাব। প্রথমবার তিন প্রধানকেই আইএসএলে খেলতে দেখা যাবে। ২৩ ম্যাচে মহমেডানের পয়েন্ট হল ৫২। দ্বিতীয় স্থানে রইল শ্রীনিধি ডেকান।

কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আই লিগ (I-League 2023-24) জিতল মহামেডান (Mohammedan Sporting)। এর আগে মোহনবাগান ২০১৫ এবং ২০২০ সালে আই লিগ জিতেছে। ইস্টবেঙ্গল কোনও দিন আই লিগ জেতেনি। তারা তিনবার জাতীয় লিগ পেয়েছে।

শনিবার প্রথম মিনিটে গোল করে মহমেডানকে এগিয়ে দেন অ্যালেক্সিস গোমেজ। ৬২ মিনিটে এভজেনি কোজলভ বাঁ পায়ের শটে গোল করে মহামেডানের জয় নিশ্চিত করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mohammedan Sporting, #I-League 2023-24

আরো দেখুন