যে যত ভাল অ্যাক্টিং করতে পারবে সে তত বড় নেতা, মত দিলীপ ঘোষের
বিতর্কিত মন্তব্যের জন্য তিনি বিভিন্ন সময় সংবাদের শিরোনামে এসেছেন। সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রীকে নিতে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে শোকজ করে নির্বাচন কমিশন। তিনি দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে এবার তাঁকে প্রার্থী করেছে বিজেপি।
বিতর্কিত মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘এগুলো রাজনীতির অঙ্গ হয়ে গেছে এখন। যারা এগুলো শুরু করে, আমি তাঁদেরকেই বলি। যেচে কাউকে কিছু বলতে যাই না। ব্যক্তিগত আক্রমণ করলে প্রয়োজনে জবাব।
একটি সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রীকে করা আপত্তিকর মন্তব্য দিলীপ বলেন, ‘শো কজের পরে কী হবে আমি জানি। যা বলেছে আইনের কোথাও আটকাবেন না। চেষ্টা করি সীমার মধ্যে থাকতে। মানুষকে একটু মজা দেওয়ার চেষ্টা করি। তবে এর মধ্যে খুব বেশি অসামাজিক কিছু আছে বলে মনে করি না। যা বলি, পাবলিকের সামনে বলি, পাবলিকের সামনেই ক্ষমা চেয়ে নিই। রাজনীতি তো এক ধরনের অ্যাক্টিং। যে যত ভাল অ্যাক্টিং করতে পারবে সে তত বড় নেতা।’