দেশ বিভাগে ফিরে যান

সোমবার নির্বাচন কমিশনে যাচ্ছে ১০ সদস্যের তৃণমূল প্রতিনিধিদল

April 7, 2024 | 2 min read

নির্বাচন কমিশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission of India) সদর দপ্তরে কমিশনের পূর্ণ বেঞ্চের সঙ্গে দেখা করতে যাচ্ছে ১০ সদস্যের তৃণমূল কংগ্রেসের (TMC) প্রতিনিধিদল।

এই দশ সদস্যের প্রতিনিধিদল আগামীকাল (8 এপ্রিল) বিকেল ৪টায় EC-র (নয়াদিল্লিতে) পূর্ণ বেঞ্চের সাথে দেখা করবে। সোমবার সকাল ৮:৩০ নাগাদ কলকাতা বিমানবন্দরের ৩C গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

এই প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন :

  • ডেরেক ও’ব্রায়েন, নেতা, তৃনমুল কংগ্রেসের সংসদীয় দল, রাজ্যসভা
  • মহম্মদ নাদিমুল হক, সাংসদ
  • দোলা সেন, সাংসদ
  • সাকেত গোখলে, সাংসদ
  • সাগরিকা ঘোষ, সাংসদ
  • বিবেক গুপ্ত, বিধায়ক, পশ্চিমবঙ্গ এবং প্রাক্তন সাংসদ
  • মিসেস অর্পিতা ঘোষ, প্রাক্তন সাংসদ
  • ডঃ সান্তনু সেন, প্রাক্তন সাংসদ
  • আবির রঞ্জন বিশ্বাস, প্রাক্তন সাংসদ
  • শ্রী সুদীপ রাহা, রাজ্য ভিপি, টিএমসিপি

বৈঠকের পর নির্বাচন সদনের গেটের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে রাতবিরেতে NIA আধিকারিকদের নিয়ে বিশৃঙ্খলা ঘটেছিল। এছাড়াও নির্বাচন বিধি লাগু হবার পর ED, CBI-এর মতো কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। মনে করা হচ্ছে এই সব বিষয় নিয়েই দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #tmc, #politics, #Election Commission of India

আরো দেখুন